PLEASE SHARE YOUR INSIGHTS-
PLEASE SHARE YOUR INSIGHTS-
আমি স্থপতি খন্দকার সাব্বির আহমেদ (A-072) স্থাপত্য পেশার সুরক্ষা, বিকাশকে মূল চিন্তা হিসাবে নিয়ে স্থপতি ইন্সটিটিউটকে বর্তমান ও ভবিষ্যতের সকল চ্যালেঞ্জ মোকাবেলার প্লাটফর্ম হিসাবে গড়ে তুলতে চাই। আমরা চাই জবাবদিহিতামূলক, পেশাদার, স্বচ্ছ এবং সদস্যমুখী নীতিমালা তৈরি ও বাস্তবায়নের মাধ্যমে আপামর পেশাজীবিদের চাহিদাকে মূল এজেন্ডা হিসাবে আইএবিতে প্রতিষ্ঠিত করতে। ব্যক্তি প্রাধান্য থেকে ক্ষমতার কেন্দ্রিকতার যে অভিযোগ সাধারণ সদস্য, সহযোগী সদস্য এবং শিক্ষার্থী সদস্যদের আইএবির প্রতি আস্থায় ফাটল ধরিয়েছে- তার বাইরে এসে আইএবিকে একটি সময়ের প্রতি সংবেদনশীল এবং পেশার কল্যানে নিয়োজিত সংগঠন হিসাবে গড়ে তোলাই হবে আমার মূল উদ্দেশ্য। এই আদর্শকে সামনে রেখে আমি ১৫টি কর্মপরিকল্পনা সবার সামনে তুলে ধরলাম ।
আমার প্রস্তাবিত বাস্থই এর ভবিষ্যৎ কার্যক্রমের কোনগুলো আপনি বেশী গুরুত্বপূর্ণ বলে মনে করেন?